পূর্ব গাজা সিটিতে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর সাথে তীব্র সংঘর্ষে ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
লেবাননের আল মায়াদিন টিভির ইংরেজি ওয়েবসাইট জানিয়েছে, সোমবার গাজা উপত্যকায় একটি সামরিক সেনা ইউনিটে ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
প্রতিবেদনগুলোতে এই ঘটনাটিকে দখলদার বাহিনীর জন্য আরেকটি বিপর্যয় হিসাবে বর্ণনা করা হয়েছে।
ইসরায়েল গাজার ভেতর থেকে আহত সৈন্যদের বিমানে তুলে নিয়ে মধ্য ইসরায়েলের তাল হাশোমার সামরিক হাসপাতালে ভর্তি করেছে।
আল-তুফাহ পাড়া এবং জাবালিয়া আল-বালাদে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাথে তীব্র সংঘর্ষের সময় ইসরায়েলি বাহিনী বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল