ওজন কমানো নিয়ে চিন্তা করেন না, এমন মানুষ আজকাল খুব কমই আছেন। ব্যায়াম, ডায়েট, উপোস সব চেষ্টা করেও অনেক সময় কাঙ্ক্ষিত ফল মেলে না। তবে আশার খবর হলো, রান্নাঘরের একটি সাধারণ উপাদান জিরা হতে পারে এই সমস্যার প্রাকৃতিক সমাধান।
অনেকেই জানেন, জিরা হজমশক্তি বাড়াতে এবং শরীরকে ডিটক্স করতে সহায়তা করে। তবে কম পরিচিত বিষয় হলো জিরা নিয়মিত সঠিক পদ্ধতিতে খেলে তা ওজন কমাতেও সাহায্য করে।
জিরা কেন কার্যকর?
জিরায় রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, যা শরীরের মেটাবলিজম বাড়িয়ে ক্যালোরি বার্নে সাহায্য করে। এটি ইনসুলিন সেনসিটিভিটি উন্নত করে এবং ফ্যাট জমা রোধ করে। নিয়মিত সঠিকভাবে জিরা গ্রহণ করলে ওজন কমার পাশাপাশি হজম ও ত্বকও উন্নত হয়।
জিরা খাওয়ার উপায় ও উপকারিতা
জিরা ও লেবুর পানি:
রাতে এক কাপ পানিতে এক চা চামচ গোটা জিরা ভিজিয়ে রাখুন। সকালে সেই পানি ছেঁকে এতে অর্ধেক লেবুর রস মিশিয়ে খালি পেটে পান করুন। লেবুর ভিটামিন সি চর্বি কাটায় সাহায্য করে এবং শরীরকে রিফ্রেশ করে।
জিরা-আদার পানি:
জিরার সঙ্গে আদা মিশিয়ে তৈরি পানীয়ও ওজন কমাতে কার্যকর। জিরা ভিজিয়ে রাখার সময় কয়েক টুকরো কাঁচা আদা যোগ করুন। সকালে পানি ছেঁকে পান করলে হজমশক্তি বাড়ে এবং চর্বি কমতে থাকে।
জিরা চা:
এক কাপ পানিতে এক চা চামচ জিরা, একটি লবঙ্গ ও একটি এলাচ দিয়ে ৫–৭ মিনিট ফুটিয়ে নিন। পানির রং বদলে গেলে ছেঁকে নিয়ে খেতে পারেন। এ চা শরীরকে ডিটক্স করে, ফ্যাট বার্ন করে এবং অতিরিক্ত ক্ষুধা কমায়।
প্রতিদিনের ডায়েটে ছোট সংযোজন, বড় ফলাফল
জিরা দিয়ে ওজন কমানোর ক্ষেত্রে নিয়মিততা গুরুত্বপূর্ণ। প্রতিদিন সকালে খালি পেটে এই পানীয় গ্রহণ করলে ধীরে ধীরে শরীরের মেদ কমে এবং ওজন নিয়ন্ত্রণে আসে। তবে শুধু জিরা নির্ভর না হয়ে, সঙ্গে স্বাস্থ্যকর ডায়েট ও হালকা ব্যায়ামও চালিয়ে যেতে হবে।
বিডি প্রতিদিন/মুসা