ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও জগন্নাথ হলের আবাসিক ছাত্র সঞ্জু বড়াইক হলের রবীন্দ্র ভবনের উপর তলা থেকে লাফ দিয়ে মৃত্যু বরণ করেছেন।
হল প্রশাসন জানায়, সোমবার (১৪ জুলাই) আনুমানিক ভোর ৫টা ৩৬ মিনিটে হলের এক ক্লিনার প্রথম তাকে ভবনের উপর থেকে লাফ দিতে দেখেন। বিষয়টি দারোয়ানকে জানালে তাৎক্ষণিকভাবে প্রাধ্যক্ষ দেবাশীষ পাল-কে জানানো হয়। পরে অন্যান্য কর্মীদের সহায়তায় সঞ্জুকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রথমে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পরে শাহবাগ থানার পুলিশ এসে তার পকেট থেকে একটি নৃবিজ্ঞান বিভাগের প্রশ্নপত্র উদ্ধার করে এবং তার সহপাঠীদের সহায়তায় পরিচয় নিশ্চিত করা হয়।
প্রাধ্যক্ষ দেবাশীষ পাল বলেন, “ছেলেটি মানসিক সমস্যায় ভুগছিল বলে বন্ধুদের মাধ্যমে জানতে পেরেছি। গত দুই দিন ধরে হলে থাকছিল না, ছিল এক বাল্যবন্ধুর বাসায়। আজ ভোরে হলে ফিরে এসে কিছুক্ষণ পরই ছাদে উঠে যায় এবং লাফ দেয়।”
এ ঘটনার কয়েক ঘণ্টা আগে, রবিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন সঞ্জু বড়াইক। সেখানে লেখেন—
“আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি দিনের পর দিন কাউকে ডিস্টার্ব করে গেছি, উল্টো মানুষকে দোষারোপ করা আমার একদম ঠিক হয়নি। আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী। দিনের পর দিন অন্যায় করেছি, নিজের দোষ ঢেকে অন্যকে দোষ দেওয়া আমার ঠিক হয়নি। যদি আমার কারণে কারও কোনো ক্ষতি হয়ে থাকে, তার দায় একান্তই আমার। আমি ক্ষমা চাচ্ছি।”
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে আরও সচেতন হতে এবং সহপাঠীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক