বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টি-২০ সিরিজ চলতি মাসের ২০ তারিখ থেকে শুরু হবে। ২২ ও ২৪ জুলাইয়ের ম্যাচগুলোও মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই সন্ধ্যা ৬টায় শুরু হবে। সিরিজের জন্য টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাঠে বসে খেলা দেখতে খরচ করতে হবে সর্বনিম্ন ৩০০ টাকা এবং সর্বোচ্চ ৩ হাজার ৫০০ টাকা। যা আগের সিরিজগুলোর তুলনায় একটু বেশি। ২০২৪ সালের এপ্রিলে জিম্বাবুয়ের সঙ্গে টি-২০ সিরিজে সর্বনিম্ন ২০০ ও সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকায় খেলা দেখতে পেরেছিলেন দর্শকরা। আসন্ন পাকিস্তান সিরিজের টিকিট কিনতে হবে বিসিবির টিকিট বিক্রির ওয়েবসাইট (http://www.gobcbticket.com.bd/) থেকে। মঙ্গলবার থেকে পাওয়া যাবে সিরিজের টিকিট। তবে প্রাপ্যতা সাপেক্ষে ম্যাচের দিন স্টেডিয়ামের বাইরে দুটি বুথ থেকে সশরীরেও কেনা যাবে টিকিট। বিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিটি নিবন্ধিত অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ চারটি টিকিট কেনা যাবে। অনলাইনে বিক্রি না হওয়া টিকিট বিক্রি করা হবে স্টেডিয়ামের বাইরের বুথে। কোন কোন বুথে পাওয়া যাবে, সেটা বিসিবির ডিজিটাল প্ল্যাটফর্মে জানানো হবে বলে জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
এবার ইস্টার্ন গ্যালারির টিকিট ৩০০, শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দার্ন গ্যালারির টিকিট ৪০০, ক্লাব হাউজের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। ইন্টারন্যাশনাল গ্যালারি ১ হাজার ৫০০ ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ২ হাজার ৫০০ টাকা। সবচেয়ে বেশি ৩ হাজার ৫০০ টাকা ইন্টারন্যাশনাল লাউঞ্জের টিকিটের মূল্য। এ ছাড়া গ্র্যান্ড স্ট্যান্ডের এক পাশে করা ‘ব্লক ৩৬’-এর ১০০টি টিকিট বিনামূল্যে দেওয়া হবে জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানে আহতদের।