গাজীপুরে বাড়ি থেকে নিখোঁজের ছয়দিন পর নাবিলা কানিজ নাভা (৫) নামে এক এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
সে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম দক্ষিণখান এলাকার নাসির মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই শিশুটি বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি পরও শিশুটিকে না পেয়ে তার মা খাদিজা বেগম জিএমপির সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সোমবার বিকেলে বাড়ির ৩০০ গজ দক্ষিণে একটি ঝোপের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা ওই শিশুর বস্তাবন্দি মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, কে বা কারা শিশুটিকে হত্যা করেছে এর তদন্ত চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/কেএ