গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার জহুরুল হাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী সন্তোষ চন্দ্র সরকারকে অবসরজনিত রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার বিকেলে বিদ্যালয়ের আয়োজনে নৈশপ্রহরীর এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষ্যে বিদ্যালয়ের সভাকক্ষে প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলাম বাদশার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হুদার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলম সরকার, ফজলুল হক, বিদায়ী নৈশপ্রহরী সন্তোষ চন্দ্র সরকার প্রমুখ।
এরপর সকল শিক্ষক-কর্মচারী ও শ্রেণিভিত্তিক শিক্ষার্থীরা বিদায়ী নৈশপ্রহরীকে ফুলের মালা এবং উপহার সামগ্রী তুলে দেন। পরে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছাদখোলা মাইক্রোবাসে করে রাজকীয়ভাবে তার নিজ বাড়িতে তাকে পৌঁছে দেন।
এ সময় বিদায়ী নৈশপ্রহরী সন্তোস চন্দ্র সরকার আবেগে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীরা আমাকে যেভাবে বিদায় দিয়েছেন, আমি তার জন্য সকলের নিকট কৃতজ্ঞ। আমার আর কিছু চাওয়ার নেই। আমি আজীবন এটি স্মরণে রাখব।
বিডি প্রতিদিন/কেএ