ওড়ার পরমুহূর্তেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি প্লেন। লন্ডনের সাউথএন্ড বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে। তবে এখনও পর্যন্ত ওই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। তৎপরতার সঙ্গে শুরু হয়েছে উদ্ধারকাজ।
এসেক্স পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী রবিবার বিকেলে প্লেন ভেঙে পড়ার খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ। স্থানীয়দের নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানবন্দরের অদূরে অবস্থিত রচফোর্ড হান্ড্রেড গল্ফ ক্লাব এবং ওয়েস্টক্লিফ রাগবি ক্লাবও খালি করে দেওয়া হয়। তবে বিমানটিতে কত জন ছিলেন, তারা কী অবস্থায় রয়েছেন, তা এখনও জানা যায়নি। দুর্ঘটনা কারণও খতিয়ে দেখা হচ্ছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, একটি গুরুতর দুর্ঘটনা ঘটেছে এবং তারা স্থানীয় কর্তৃপক্ষের সাথে কাজ করছে।
এসেক্সের বিলেরিকে থেকে ৪০ বছর বয়সী জন জনসন তার স্ত্রী এবং সন্তানদের সাথে বিমানটি পর্যবেক্ষণ করছিলেন, তখন তিনি একটি বিশাল আগুনের গোলা দেখতে পান।
বিমানবন্দরের ওয়েবসাইট অনুসারে, রবিবার বিকেলে উড্ডয়নের জন্য নির্ধারিত চারটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দুর্ঘটনাটি ঘটেছে বীচ বি২০০ সুপার কিং এয়ার বিমানে। লম্বায় ১২ মিটার এই বিমানে সর্বোচ্চ ৯ জন যাত্রী এবং ২ জন বিমানকর্মী বসতে পারেন।
স্থানীয় সময় অনুযায়ী রবিবার বিকেল ৪টা নাগাদ এসেক্সের লন্ডন সাউথএন্ড বিমানবন্দর থেকে নেদারল্যান্ডসের উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি। কিন্তু ওড়ার পরমুহূর্তেই তা ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণে দাউদাউ করে জ্বলে ওঠে বিমানের ভগ্নাবশেষ। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল