গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বরিশাল ও বান্দরবানে সড়কে প্রাণ গেছে আরও দুজনের। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
গোপালগঞ্জ : বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত ও আহত হয়েছেন ২০ জন। ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের মিল্টন বাজার নামক স্থানে বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাকচালক মাদারীপুরের কালকিনী উপজেলার শামীম মোল্লা (২৫), বাসের হেলপার রাব্বী মোল্লা (১৭) ও বাসযাত্রী খুলনার দাকোপ উপজেলার মানস সরকার (৪১)। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল ও কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক সড়কের ওপর থাকায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এ সময় ১০ কিলোমিটারজুড়ে যানজট হয়।
বরিশাল : বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে গতকাল সকালে সড়ক দুর্ঘটনায় শাহারিয়া আজাদ তালহা (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
বান্দরবান : আলীকদম উপজেলায় গতকাল গাড়ি খাদে পড়ে তনয়া ম্রো (২৬) নামে একজন নিহত হয়েছেন।