কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সকালে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অন্য একটি মামলায় এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে চকরিয়া থানার মামলায় ১৪ দিনের রিমান্ড দিয়েছিলেন আদালত।
চকরিয়া আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও এপিপি সিনিয়র আইনজীবী গোলাম সরওয়ার জানান, জাফর আলমকে চকরিয়া থানার পাঁচটি মামলায় ১৪ দিনের রিমান্ড শেষে আদালতে উপস্থাপন করা হয়। রাষ্ট্র পক্ষের মামলার তদন্তকারী কর্মকর্তা অন্য একটি মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পরিবারের দাবি, ৬৯ বছর বয়সি জাফর আলম পিত্তথলি অপসারণের পর উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে ভুগছেন।