ময়মনসিংহের পাগলায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ২২ ঘণ্টা পর আরও দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলো-আবির (৬) ও জুবায়েদ (৬)। গতকাল সকালে পাগলা থানার টাঙ্গাব ইউনিয়নের বাঁশিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে তাদের লাশ উদ্ধার করেন স্বজনরা। এ নিয়ে নিখোঁজ তিন শিশুরই লাশ উদ্ধার হয়েছে।
গতকাল যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলো কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চর আলগী গ্রামের হাবিব মিয়ার ছেলে আবির (৬) ও মোমতাজ উদ্দিনের ছেলে জুবায়েদ (৬)। তারা বিরুই নদীর পাড় দাখিল মাদরাসার শিক্ষার্থী। এর আগে মঙ্গলবার ঘটনার দিন শাপলা আক্তার (১৫) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। শাপলা চর আলগীর মাইনুদ্দিনের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পাকুন্দিয়ার চর আলগী থেকে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে মাদরাসায় যেতে ছোট একটি নৌকায় ওঠে ৯ শিক্ষার্থী। পাগলা থানার দত্তের বাজারসংলগ্ন এলাকায় পৌঁছানোর আগেই ডুবে যায় নৌকাটি। এর মধ্যে ছয় শিশু সাঁতরে তীরে উঠতে পারলেও ডুবে যায় তিন শিশু। দুপুরে শাপলার লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। পাকুন্দিয়ার চরফরাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।