কুমিল্লা ও সিলেটে গতকাল সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
কুমিল্লা : কুমিল্লার দেবিদ্বারে গতকাল বাসচাপায় আবুল হাসেম ভূঁইয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। একই দিন দুপুরে দাউদকান্দি উপজেলার মালীখিল এলাকায় অপর একটি বাসের চাপায় নিহত হয়েছেন বেল্লাল (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী। এ ছাড়া লালমাই উপজেলা ফয়েজগঞ্জ বাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নাজমুল নামে মোটরসাইকেল আরোহী এক যুবক মারা যান।
সিলেট : গতকাল ভোরে সিলেট-ঢাকা মহাসড়কের নবীগঞ্জ থানার শেরপুরে মডেল বাজারে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আনোয়ারা বেগম ও চালক নাঈম আহমদ। জানা যায়, সিলেট থেকে বাসা পরিবর্তন করে ঢাকায় যাচ্ছিলেন আনোয়ার বেগম ও তার পরিবার।