হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতা মাজহারুল ইসলামকে আটক করা হয়েছে। সেনাবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে মাজহারুলকে টিকিট বিক্রির সময় হাতেনাতে আটক করে। গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজিদুল ইসলাম সোহাগ। এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রেলস্টেশনে অভিযান চালিয়ে ৪টি টিকিটসহ তাকে আটক করা হয়।