সাত বছরেও শেষ হয়নি জয়পুরহাট শহরে আড়াই কিলোমিটার সড়কে চার লেন প্রকল্পের কাজ। শহরে এটি প্রধান সড়ক। এ সড়ক দিয়ে দিনাজপুরের হিলি স্থলবন্দরের শত শত ট্রাক প্রতিদিন যাতায়াত করে। জয়পুরহাট থেকে বগুড়া ও নওগাঁ যাওয়ারও মূল সড়ক এটি। বিভাজক নির্মাণ নিয়ে মতভেদের কারণে বন্ধ হয়ে যায় এর নির্মাণকাজ। ফলে জয়পুরহাট শহরে ব্যাপক যানজট তৈরি হচ্ছে। চলাচলে চরম ভোগান্তিতে পড়ছে শহরবাসী। জেলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, জয়পুরহাট শহর যানজটমুক্ত রাখতে হারাইল থেকে রেলঘুণ্টি পর্যন্ত আড়াই কিলোমিটার সড়ক ৬০ ফুট প্রশস্ত করে চার লেনে উন্নীত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়। ২০১৭ সালে একনেকে প্রকল্পটি অনুমোদন পায়। ওই সময় সড়ক উন্নয়নে কাজটির দায়িত্ব পায় নাভানা কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান। তবে চুক্তি অনুযায়ী কাজ না করায় প্রতিষ্ঠানটিকে জরিমানা ও চুক্তি বাতিল করে সওজ। এরপর দুই পাশে ৫ কিলোমিটার ড্রেন ও আড়াই কিলোমিটার চার লেন সড়ক নির্মাণের জন্য পৃথক দরপত্র আহ্বান করা হয়। চার লেন সড়কের কাজ পায় রিলায়েন্স বিল্ডার্স ও হাসান টেকনো। দুটি কাজের কার্যাদেশ দেওয়া হয় ২০২২ সালের ২০ জুলাই। গত বছরের ৩০ জুন কাজের নির্ধারিত মেয়াদ শেষ হয়। নির্ধারিত মেয়াদে সড়ক নির্মাণ হয়নি। তৃতীয় দফায় সময় বাড়িয়ে সড়ক নির্মাণের সময়সীমা নির্ধারণ করা হয় চলতি বছরের জুন পর্যন্ত। এরপর মার্চ থেকে সড়ক উন্নয়নকাজ শুরু হয়। তুলে ফেলা হয় সড়কটির প্রায় ১ কিলোমিটার অংশের পিচ। এতে শহরে ৬০ ফুট সড়ক উন্মুক্ত হলেও বেশির ভাগ অংশ জুড়ে থাকে কাদামাটি। রোদে যা শুকিয়ে যানবাহন চলাচলে ধুলাময় হয়ে পড়ে পুরো শহর। উন্নয়নকাজের ধীরগতির ফলে যত্রতত্র গর্ত সৃষ্টি হয়েছে। এ কারণে ছোট ছোট যানবাহন প্রায়ই বিকল হয়ে পড়ছে। সাধারণ মানুষের চলাচলেও মারাত্মক বিঘ্ন ঘটছে। ঠিকাদার প্রতিষ্ঠান রিলায়েন্স বিল্ডার্সের প্রকল্প ব্যবস্থাপক সাজ্জাদ কাদির খান বলেন, ‘নানান জটিলতায় ইচ্ছে থাকলেও আমরা কাজ করতে পারিনি। মার্চ থেকে কাজটি শুরুর পর নকশা অনুযায়ী সড়কটির মাঝখানে ৩ মিটারের বিভাজক নির্মাণ করতে গেলে শ্রমিকদের বাধা দেওয়া হয়। তবে আশা করছি, চুক্তির নির্ধারিত সময়ের মধ্যেই কাজটি শেষ করতে পারব।’ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, ‘ছাত্র সমন্বয়ক ও স্থানীয় গণমান্য ব্যক্তিরা কম প্রশস্ত নিউ জার্সি ব্যারিয়ার নির্মাণের দাবি তোলেন। ফলে ঈদের পর কাজটি বন্ধ হয়ে যায়। জেলা প্রশাসক সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিববরাবর এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।’ জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, ‘আধুনিক নিউ জার্সি ডিভাইডার করা গেলে সড়কটির জায়গা বাড়বে।’
শিরোনাম
- যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে নিহত অন্তত ৪
- ভারত নদীতে বাঁধ দিয়ে আধিপত্যবাদী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটায় : সাকি
- আওয়ামী লীগ নিষিদ্ধে জনগণের সমর্থন ছিল : প্রেস সচিব
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৭ মে)
- মুক্তিযুদ্ধ শেষ হয়নি, শেষ হওয়ারও নয়
- যুক্তরাষ্ট্রের কারাগার থেকে পালালেন খুনের আসামিসহ ১১ বন্দি
- চাঁদপুরে পুলিশের চুরি যাওয়া অস্ত্র উদ্ধার, আটক ২
- টেকনাফে স্কুলছাত্রী অপহরণ মামলার দুই আসামি গ্রেফতার
- মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-বাবাকে কুপিয়ে জখম
- বাংলাদেশের রূপরেখা নিয়ে ববিতে আলোচনা সভা
- করিমগঞ্জে বজ্রপাতে যুবক নিহত
- রাজধানীতে দুই খুন
- গাজায় প্রতি ৪ মিনিটে একবার হামলা, প্রাণ গেল শতাধিক মানুষের
- সিলেটে ছাত্রলীগ ও শ্রমিক লীগ নেতা গ্রেফতার
- রমেকে ক্যান্সার, কিডনি ও হৃদরোগ বিভাগ নির্মাণের অগ্রগতি পরিদর্শন
- অবৈধভাবে পাচারকালে ৩০ হাজার রেনু উদ্ধার, নদীতে অবমুক্ত
- রংপুরে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নবিরোধী কর্মশালা
- যৌতুক না দেওয়ায় বিয়ের আসর থেকে বর পালাল, সংঘর্ষে আহত ৫
- পদ্মার দুই ইলিশ ১৪ হাজার টাকায় বিক্রি
- কবরস্থানের সভাপতি পদে নির্বাচন, লড়বেন দুই বিএনপি নেতা