নোয়াখালী জেলা শহর মাইজদীতে যৌতুক না দেওয়ায় বিয়ের আসর থেকে পালানোর অভিযোগ উঠেছে বরের বিরুদ্ধে। এ নিয়ে বর ও কনে পক্ষের লোকজনের মধ্যে মারামারিতে পাঁচজন আহত হয়েছেন। বরসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল জুমার নামাজের পর থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। ঘটনাটি ঘটে মাইজদীর মেহেরান ডাইন রেস্টুরেন্টে। কনের মামা হিরনসহ কয়েকজন জানান, পূর্বসিদ্ধান্ত অনুযায়ী গতকাল দুপুরে কনে পক্ষের ৩০০ লোকের জন্য মেহরান ডাইনে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়। খাওয়া শেষে বিয়ের প্রস্তুতি নিলে বরকে খুঁজে পাওয়া যায়নি। কিছুক্ষণ পর তাকে অন্য রুমে পেলেও তিনি ৫০ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে বিয়ে হবে না জানান। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বরপক্ষ কনের লোকজনের ওপর হামলা করে। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ বরসহ দুজনকে আটক করে।
বরের ভাই সোহরাব হোসেন জানান, কনের পারিবারিক একটি বিষয় নিয়ে আমার ভাই অন্য রুমে গিয়েছিল। সে পালিয়ে যায়নি, যৌতুকও দাবি করেনি। তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে। সুধারাম থানার ওসি কামরুল ইসলাম জানান, বরসহ দুজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।