জেলার শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ২টার দিকে লাগা আগুন মুহূর্তে বাজারের কাপড়, বানিয়া ও মুরগিপট্টি নামে পরিচিত তিনটি গলিতে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে পুলিশ, দোকানদার ও স্বেচ্ছাসেবীরা কাজ করেন। আগুনে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। যার মধ্যে কাপড়, মুদি ও মুরগির দোকান রয়েছে। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ বলেন, রাত ২টার কিছু পর খবর পেয়ে লৌহজং, সিরাজদিখান ও শ্রীনগর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ চালায়। তিন ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।