বঙ্গোপসাগরে গভীরে ফিশিং ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে চার দিন ধরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ থেকে ফোন পেয়ে বুধবার সুন্দরবনের আলোরকোল উপকূলে সমুদ্র থেকে ‘এমভি মা বাবার দোয়া’ নামে ফিশিং ট্রলারে ১৩ জেলেকে উদ্ধার করা হয়। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, ১২ দিন আগে ট্রলারটি সোয়াচ আব নো গ্রাউন্ডে মাছ ধরতে যায়।