গায়ক সোনু নিগম যেন একের পর এক বিপদের মুখে পড়ছেন। সম্প্রতি বেঙ্গালুরুর একটি কনসার্টে মন্তব্য ঘিরে আইনি জটিলতায় জড়ানোর পর এবার মুম্বইয়ে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন তিনি।
সূত্রের খবর, সম্প্রতি মুম্বইয়ের একটি রেস্তোরাঁর সামনে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে দুর্ঘটনার মুখোমুখি হন সোনু। খোশমেজাজে হাঁটছিলেন তিনি, ঠিক তখনই একটি গাড়ি আচমকা তাঁর সামনে চলে আসে। নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে এগিয়ে এসে তাঁকে আগলে নেন এবং বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান গায়ক।
ঘটনাস্থলের একটি ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ঘটনার পর সোনু কিছুটা হতভম্ব হলেও নিজেকে সামলে নেন এবং এক বন্ধুকে আলিঙ্গন করে রেস্তোরাঁর ভিতরে প্রবেশ করেন।
এর আগে, বেঙ্গালুরুর একটি কলেজ কনসার্টে কন্নড় ভাষায় গান গাওয়ার একাধিক অনুরোধে ক্ষুব্ধ হয়ে পহেলগামের ঘটনার সঙ্গে তুলনা করেন সোনু। এই মন্তব্য ঘিরে কন্নড় সম্প্রদায়ের একাংশের মধ্যে প্রতিবাদের ঝড় ওঠে। তাঁর বিরুদ্ধে কন্নড় জাতিকে অপমানের অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হন অনেকেই।
ঘটনার জেরে বেঙ্গালুরু পুলিশের একটি প্রতিনিধি দল সোনুর বয়ান রেকর্ড করতে তাঁর বাসভবনেও যায়। যদিও পরে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে বিবৃতি দেন গায়ক। আদালত বর্তমানে কোনও শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দিলেও তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।
ব্যক্তিগত ও পেশাগত জীবনে একের পর এক চাপে থাকা সোনুর জন্য এই দুর্ঘটনা নিঃসন্দেহে নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে সৌভাগ্যবশত বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/মুসা