রংপুর বিভাগে কমেনি বাল্যবিয়ের হার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৩ সালে সারা দেশে বাল্যবিয়ের হার শতকরা ৪১.৬ শতাংশ। তবে, রংপুর বিভাগে এর হার ৪৭ দশমিক ৭ শতাংশ। সম্মিলিত উদ্যোগে নেতিবাচক সামাজিক রীতি প্রতিহত করে বাল্যবিয়ে নিরসনের মাধ্যমে মেয়েদের জীবনমান উন্নয়ন করা সম্ভব।
মঙ্গলবার রংপুর নগরীর একটি হোটেল মিলনায়তনে বাল্যবিয়ে প্রতিরোধ নিয়ে কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
কর্মশালায় জনসচেতনতা বৃদ্ধি, বাল্যবিয়ে নিরোধ আইন প্রচার, বাল্যবিয়ে রোধে সমন্বিত পদপক্ষেপ গ্রহণ, বাল্যবিয়ের সামাজিক কারণ চিহ্নিতকরণ ও উত্তোরণের উপায় নিয়ে নানা সুপারিশ তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
মালালা ফান্ডের সহযোগিতায় পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) ও বাংলাদেশ ওপেন সোর্সনেটওয়ার্ক ফাউন্ডেশনের (বিডিওএসএন) আয়োজনে কর্মশালায় প্রশাসনের ঊর্ধ্বর্তন কর্মকর্তা, সরকারি দফতরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীরা এতে অংশ নেন।
পপি’র নির্বাহী পরিচালক আরিফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ, রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, মানবাধিকার কর্মী অ্যাড. আফরোজা শারমিন কনা, সংগঠক সেরাফুল হোসেন হিমেল, সাংবাদিক আরিফুল হক রুজু, সমাজকর্মী শমসে আরা বিলকিস, ইমাম জাহিদুল ইসলাম।
বিডি প্রতিদিন/কেএ