দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা (এলওসি) এবং আন্তর্জাতিক সীমান্ত থেকে যুদ্ধকালীন মোতায়েনকৃত সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এই প্রক্রিয়া আগামী ৩০ মে থেকে শুরু হবে।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, উভয় দেশের সামরিক নেতৃত্ব, বিশেষ করে সামরিক অভিযানের মহাপরিচালক (ডিজিএমও) পর্যায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেনা প্রত্যাহার কার্যক্রম দুই দেশের সামরিক নেতৃত্বের সমন্বয়ে বাস্তবায়িত হবে।
চলতি মাসের শুরুতে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হলে যুদ্ধবিরতি চুক্তি কার্যত স্থগিত হয়ে পড়ে। এই নতুন পদক্ষেপকে সেই উত্তেজনার প্রেক্ষিতে ‘আস্থা তৈরির ধারাবাহিক কার্যক্রম’ হিসেবে দেখা হচ্ছে।
এক জ্যেষ্ঠ সরকারি সূত্র জানায়, "স্বাভাবিক সামরিক অবস্থানে ফিরে যাওয়া যুদ্ধবিরতি কাঠামোর দ্বিতীয় ধাপ। এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক কূটনৈতিক মহলের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।"
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ