গাজীপুরে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসন ও বিএসটিআই গাজীপুরের যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বজনীন পরিমাপ ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন বক্তারা।
আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহেল রানা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: মোজাম্মেল হোসেন।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বিএসটিআই গাজীপুরের উপ-পরিচালক (সিএম) ও অফিস প্রধান এস এম তালাত মাহমুদ। সভায় বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন ডুয়েট’র সহকারী অধ্যাপক তাসরাতুর রিয়াজ নেহা।
বক্তারা বলেন, বিএসটিআই শুধু মান নিয়ন্ত্রণে নয়, বরং একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। পণ্যের মান, ওজন, পরিমাপ ও প্রযুক্তির যথাযথ প্রয়োগে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই সমাজে গ্রহণযোগ্যতা তৈরি করতে হলে পরিমাপ সংক্রান্ত জ্ঞান ও সচেতনতা বাড়াতে হবে, যা উন্নয়ন ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শুরুতে বিএসটিআইয়ের কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভায় সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
বিডি প্রতিদিন/কেএ