গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিশু ধর্ষণের মামলার আসামি শাহাদত হোসেন সাদ্দামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সাদ্দাম উপজেলার ফাঁসিতলা গ্রামের আফসার আলী ইদুর ছেলে। বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, ৯ মে দুপুরে ফাঁসিতলা এলাকায় বাড়ির উঠানে খেলছিল সাড়ে চার বছরের ওই শিশু। তখন পাশের বাড়ির সাদ্দাম তার মুখ চেপে তুলে নিয়ে যৌন নির্যাতন চালায়।