লালমনিরহাট সদর উপজেলার হাসিনা নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার মামলার মূল আসামি নিহতের ছেলে মিঠু মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১৩ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার বিকালে আদিতমারী উপজেলার সাপটিবাড়ি ডিগ্রি কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিঠু মিয়া (২৫) আদিতমারী উপজেলার চরকুটিবাড়ি গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। র্যাব জানায়, ৫ সদর উপজেলায় একটি ভুট্টা খেতে তার মস্তকবিহীন লাশ উদ্ধার করে পুলিশ। তদন্ত শেষে র্যাব সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় মূল আসামি মিঠুকে গ্রেপ্তার করা হয়।