কুষ্টিয়ার কুুমারখালীতে নিজ প্রতিষ্ঠানের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই ছাত্রীর চাচা বাদী হয়ে মামলাটি করেন। অভিযুক্ত শিক্ষকের নাম শেখ রেজাউল করিম মিলন। তিনি উপজেলার চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। এদিকে এ ঘটনার বিচার দাবিতে রবিবার চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে মানববন্ধন করা হয়। পরে চৌরঙ্গী বাজার এলাকায় কুমারখালী-পাল্টি সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন ওসি মো. সোলায়মান শেখ। আসামিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।