ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন তাঁর সমর্থকরা।
কয়েক দিন ধরে চলা আন্দোলন তাঁরা আজও অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। গুলিস্তানে নগর ভবনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির ধারাবাহিকতায় গতকাল বিকালে ব্লকেড কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়। এদিকে পাঁচ দিন ধরে নগর ভবন ও আঞ্চলিক অফিসগুলোয় তালা থাকায় সব নাগরিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
গতকাল বিকালে ব্লকেড কর্মসূচি থেকে ইশরাকের সমর্থক সাবেক সচিব মশিউর রহমান বলেন, ‘আগামীকালের (আজ) মধ্যে যদি আমাদের দাবি পূরণ না হয়, তাহলে সরকারকে এর পরিণতি ভোগ করতে হবে। সরকারকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।’ তিনি নগরবাসীর দাবির প্রতি সরকারের উদাসীনতার তীব্র নিন্দা জানান এবং মনোভাবের সমালোচনা করেন। একই সঙ্গে তিনি ইশরাক হোসেনকে নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্যের তীব্র বিরোধিতা করেন। ‘বিক্ষুব্ধ ঢাকাবাসী’র ব্যানারে ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে গুলিস্তানের প্রধান সড়ক অবরোধ করেন ইশরাক সমর্থকরা। দিনভর মিছিল ও সড়ক অবরোধের কারণে এ এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন ওই এলাকা ও সেখানে দৈনন্দিন কাজে আসা রাজধানীর অন্য এলাকার নাগরিকরা। এর আগে ডিএসসিসির আওতাধীন বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল এসে প্রথমে গুলিস্তান মাজারের সামনে এবং নগর ভবনের সামনে জড়ো হয়। পরে বঙ্গ মার্কেট এলাকা ব্লকেড করা হয় এবং গোলাপ শাহ মাজারের সড়কটিও বন্ধ করে দেওয়া হয়। এতে সকাল থেকেই অচলাবস্থা বিরাজ করে নগর ভবন, পুলিশ হেডকোয়ার্টারসহ আশপাশ এলাকায়। ইশরাকপন্থি কর্মকর্তা-কর্মচারীরা নগর ভবনের মূল ফটক এবং অন্যান্য বিভাগের গেটে তালা লাগিয়ে রেখেছেন। ফলে নগর ভবনে প্রবেশ করা যাচ্ছে না এবং সব ধরনের সেবাকার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার থেকে তাঁর সমর্থকরা নগর ভবন ও আঞ্চলিক কার্যালয়ে তালা লাগিয়ে রেখেছেন। নগর ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ও রয়েছে। এতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম ও নগরসেবা বন্ধ রয়েছে। কোনো কর্মকর্তা-কর্মচারী ঢুকতে না পারায় বিঘ্নিত হচ্ছে সেবা। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেন নিজের কর্মীদের দিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে আক্রমণ, অপমান ও গালিগালাজ করাতে পারেন না বলে গতকাল ফেসবুক পোস্টে উল্লেখ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। পোস্টে তিনি লেখেন, ‘উপদেষ্টা আসিফ মাহমুদের কথা চিন্তা করে না হোক, অভ্যুত্থানের সামনের সারির আপসহীন একজন নেতৃত্ব ও যোদ্ধার কথা চিন্তা করে হলেও তার স্থানীয় কিছু কর্মীর মাধ্যমে তিনি আসিফ মাহমুদকে এভাবে ব্যক্তিগত আক্রমণ করাতে পারেন না, অপমানিত করাতে পারেন না, গালিগালাজ করাতে পারেন না, বাবা-মা তুলে কথা বলাতে পারেন না। এটা কখনোই রাজনৈতিক শিষ্টাচারপন্থি না। পরোক্ষভাবে এ দায় তাঁর (ইশরাক) ওপরেও বর্তায়।’