নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেছেন, সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। সরকারের ওই আদেশবলে আমরা তাদের পলিটিক্যাল পার্টির যে রেজিস্ট্রেশন, নিবন্ধনটা স্থগিত করেছি। আর সংগতভাবেই যাদের নিবন্ধন নেই বা যাদের নিবন্ধন স্থগিত আছে, সেটা যদি উইথড্র না হয়, স্থগিতাদেশ বাতিল যদি না হয়, তাহলে সে দল নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।
গতকাল সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রের অডিটোরিয়ামে ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এ ছাড়াও অতিথি হিসেবে বিভাগীয় ও জেলা প্রশাসন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের ৭০ জন নির্বাচন কর্মকর্তা ও তথ্য সংগ্রহকারী কর্মকর্তা অংশ নেন।