চামড়া সংরক্ষণে ব্যবহৃত লবণের দাম বাড়ানোর পাঁয়তারা রোধে এবং দাম স্থিতিশীল রাখতে রংপুরে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার বিকেলে নগরীর মিনি মার্কেটে সংস্থার উপ-পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দাম বৃদ্ধি করা হয়েছে কিনা তা মনিটরিং করেন ভোক্তার কর্মকর্তারা। এ সময় মেয়াদ উত্তীর্ণ পণ্য থাকায় এক ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে লবণের বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। তবে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। কোরবানির ঈদকে কেন্দ্র করে যেন কোনো ব্যবসায়ী লবণের দাম বৃদ্ধি করতে না পারে, সেই লক্ষ্যে আমাদের অভিযান চলবে।
বিডি প্রতিদিন/কেএ