রংপুর চিড়িয়াখানায় কয়েক শ প্রাণীর মাঝে নিঃসঙ্গ অবস্থায় রয়েছে একটি সিংহী এবং কেশোয়ারী পাখি। বয়সের ভারে ন্যুব্জ এই প্রাণী দুটির গড় আয়ু পেরিয়েছে কয়েক বছর আগেই।
চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, সিংহীটিকে ২০১৬ সালে ঢাকা চিড়িয়াখানা থেকে আনা হয়। সঙ্গী সিংহটি বয়সের ভারে আট মাস আগে মারা যায়। বর্তমানে সিংহীটির বয়স সাড়ে ২২ বছর। প্রাণীটির গড় আয়ু ১৬ থেকে ১৮ বছর। জানা যায়, ১৯৮২ সালে ঢাকা চিড়িয়াখানার জন্য এক জোড়া কেশোয়ারী পাখি আনা হয়। এর একটিকে রংপুরে পাঠানো হয়। এদের গড় আয়ু ২৮ থেকে ৩০ বছর। বর্তমানে কেশোয়ারীর বয়স ৩৩ বছর। রংপুর চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. আমবার আলী তালুকদার জানান, সিংহী এবং কেশোয়ারীর গড় আয়ু পেরিয়ে গেলেও প্রাণী দুটি বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। হুসেইন মুহম্মদ এরশাদ রংপুর নগরীর হনুমানতলায় ১৯৮৯ সালে প্রায় ২১ একর জমিতে চিড়িয়াখানাটি গড়ে তোলেন। ১৯৯২ সালে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। বর্তমানে ৩৪ প্রজাতির ২৬৬টি প্রাণী রয়েছে। প্রতিদিন এখানে কয়েক হাজার দর্শনার্থীর সমাগম হয়।