জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফলাফল মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় প্রকাশিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, সারা দেশের মোট ৬৭৯টি কেন্দ্রের মাধ্যমে ১,৯১৮টি কলেজের ২ লাখ ৬৭ হাজার ৯১৩ জন শিক্ষার্থী (নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ) পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ২ লাখ ২২ হাজার ৯১০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। ফলাফল অনুযায়ী পাসের হার দাঁড়িয়েছে ৮৮.৮০ শতাংশ।
ছাত্রছাত্রীরা result.nu.ac.bd অথবা www.nu.ac.bd/results ওয়েবসাইটে প্রবেশ করে মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে ফলাফল দেখতে পারছেন।
বিডি প্রতিদিন/মুসা