নারায়ণগঞ্জের ফতুল্লায় সালেহা আক্তার (২৫) নামে এক গৃহবধূ পাঁচ তলার ছাদ থেকে পড়ে মৃত্যুবরণ করেছেন। গতকাল বিকালে শাসনগাঁর শহিদ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গার্মেন্টস কর্মী আল আমিনের স্ত্রী সালেহা হঠাৎ করেই ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।