সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মোহাম্মদ আলী নামে তিন মাস বয়সি এক শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে শিশুটির মায়ের বিরুদ্ধে। গতকাল দুপুরে উপজেলার সুবর্ণসাড়া গ্রামের একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এক মামলায় পুলিশ শিশুটির মাকে গ্রেপ্তার করেছে। শিশুটির বাবা বাদী হয়ে স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলাটি করেন। বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন জানান, রবিবার রাত থেকে হঠাৎ মনিজা খাতুন ও তার শিশু সন্তানকে খুঁজে পাচ্ছিলেন না স্বজনরা। গতকাল সকালে মাইকিং করেন তারা। পরে পৌর এলাকার একটি ফিলিং স্টেশনের পাশে মনিজা খাতুনকে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, মনিজা খাতুনের মানসিক সমস্যা আছে।