কুষ্টিয়ার মিরপুরে বালুবাহী একটি ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু নিহত হয়েছেন। একই ঘটনায় অপর আরেকজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২০ মে) বিকেলে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার যোগীপোল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া এলাকার বাবলু বিশ্বাসের ছেলে আহসান হাবিব তুষার (৩০) ও একই এলাকার ফরিদ উদ্দিনের ছেলে রাব্বি (৩০)। তাঁরা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আহত ব্যক্তি হলেন ভেড়ামারা উপজেলার চরদামুকদিয়া এলাকার বাসিন্দা প্রশান্ত বিশ্বাস।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, তুষার ও রাব্বি একটি মোটরসাইকেলে চড়ে মিরপুর থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ড্রাম ট্রাকটি তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। একই সময় আরেকটি মোটরসাইকেলকেও ধাক্কা দেয় ট্রাকটি, এতে প্রশান্ত বিশ্বাস গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আহসান হাবিব তুষারকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাব্বিরও মৃত্যু হয়। প্রশান্ত বিশ্বাস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. সবুজ হোসেন জানান, তুষারকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। রাব্বি গুরুতর আহত ছিলেন, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকচালক পালিয়ে গেছে। তবে ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল ও ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/মুসা