গাজীপুরের টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের (মৈত্রী শিল্প) কর্মচারী প্রতিবন্ধী এক নারীর হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে গাজীবাড়ি পুকুরপাড় থেকে রাবেয়া সাবরিন লিখন আক্তার (৩২) নামে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে বাড়ির মালিক গোলাম মোস্তফাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ভাড়াটিয়াদের বরাত দিয়ে পুলিশ জানায়, লিখন শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টে (মৈত্রী শিল্প) চাকরি করতেন। পুকুরপাড় এলাকার গোলাম মোস্তফার বাড়িতে ভাড়া থাকতেন। গতকাল সকালে লিখন খাবার তৈরি করছিলেন। সকাল ৯টার দিকে প্রতিবেশীরা তার কক্ষের দরজা বাইর থেকে আটকানো দেখতে পান। পরে দরজা খুলে বিছানার ওপর ওড়না ও গামছা দিয়ে হাত-পা বাঁধা লিখনের নিথর দেহ দেখে পুলিশে খবর দেয়।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, তার হাত-পা ও মুখ বাঁধা এবং শরীরে আঘাতের চিহ্ন ছিল। শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে। বাড়ির মালিকের জিজ্ঞাসাবাদ চলছে।