পাকিস্তানের সেনার ইতিহাসে ঠাঁই করে নিলেন জেনারেল আসিম মুনির। তাকে ফিল্ড মার্শাল পদে উত্তরণের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মন্ত্রিসভা।
মঙ্গলবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। প্রয়াত সাবেক সেনাশাসক আইয়ুব খানের পর পাক সেনার দ্বিতীয় অফিসার হিসাবে মুনির ‘পাঁচ তারকা জেনারেল’ পদ পেলেন।
এই পদোন্নতির প্রস্তাব দেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। যা মন্ত্রিসভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এ সিদ্ধান্তের আগে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে এ বিষয়ে অবহিত করেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার পাকিস্তানের ফেডারেল মন্ত্রিসভা সেনাবাহিনী প্রধান (সিওএএস) জেনারেল আসিম মুনিরকে অপারেশন বুনিয়ানম মারসুস এবং ভারতের বিরুদ্ধে সংঘাতের সময়কালে মার্কা-ই-হক নামে পরিচিত যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য ফিল্ড মার্শাল পদে পদোন্নতির অনুমোদন দিয়েছে।
ফিল্ড মার্শাল পদমর্যাদা হল ব্রিটিশ সেনাবাহিনীর আদলে নির্মিত সর্বোচ্চ সেনাবাহিনীর পদ। ১৯৫৯ সালে রাষ্ট্রপতির মন্ত্রিসভা কর্তৃক এটি কেবল জেনারেল মোহাম্মদ আইয়ুব খানকে প্রদান করা হয়েছিল।
জেনারেল মুনির অফিসার্স ট্রেনিং স্কুল মংলা থেকে ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টে কমিশন লাভ করেন, ২০১৮ সালের সেপ্টেম্বরে তিন তারকা পদে উন্নীত হন এবং দুই মাস পর দায়িত্ব গ্রহণ করেন। তার চার বছরের মেয়াদ ২৭ নভেম্বর শেষ হয়। মুনির ২০১৭ সালে সামরিক গোয়েন্দা প্রধান এবং ২০১৮ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের পীড়াপীড়িতে আট মাসের মধ্যে তাকে সরিয়ে দেওয়া হয়। পরে তিনি জেনারেল হেডকোয়ার্টার্সে কোয়ার্টারমাস্টার জেনারেল হওয়ার আগে দুই বছরের জন্য গুজরানওয়ালা কোরের কমান্ড করেন।
আজ পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে জারি করা বিবৃতিতে আরও বলা হয়েছে যে সরকার সর্বসম্মতিক্রমে এয়ার চিফ মার্শাল জহর আহমেদ বাবর সিধুর মেয়াদ শেষ হওয়ার পরেও তার পরিষেবা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র: ডন
বিডি প্রতিদিন/নাজমুল