সিরাজগঞ্জের শাহজাদপুরে ইটভাটার আগুনে ৯৭ কৃষকের ২০০ বিঘা জমির কাঁচা ধান পুড়ে নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার কায়েমপুর ইউনিয়নের স্বরপপুর গ্রামের ঘটনা এটি। এতে প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা কৃষি অফিসের। ক্ষতিগ্রস্ত কৃষক এ ঘটনায় ইউএনও অফিসের সামনে বিক্ষোভ করেছেন। তারা ক্ষতিপূরণ ও ভাটামালিকের শাস্তির দাবিতে লিখিত অভিযোগ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষক জানান, কৃষিজমির মাঝে ‘এজিএন’ নামে একটি ইটভাটা করা হয়েছে। সম্প্রতি রাতে ওই ভাটার চিমনি খুলে দেওয়ায় আগুনে আশপাশের প্রায় ১০০ বিঘা জমির কাঁচা ধান পুড়ে গেছে। কৃষি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ইউএনও অফিসের সামনে বিক্ষোভ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক। তারা ক্ষতিপূরণ ও ভাটামালিকের শাস্তির দাবিতে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। গত বছরও একই কারণে ধান পুড়ে যাওয়ায় ওই ভাটামালিক কিছু কৃষককে ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছিলেন। উপজেলা উপসহকারী কৃষি অফিসার আজিজুল হক বলেন, ‘খবর পেয়ে সরেজমিনে পরিদর্শন করেছি। ভাটার আগুনের প্রভাবে নয়টি স্কিমের প্রায় ১৯৩ বিঘা জমির ২৩১.৬ টন ধান সম্পূর্ণ পুড়ে গেছে। কৃষক এ ঘটনায় দিশাহারা। তাদের প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’ ক্ষতিগ্রস্ত ষাটোর্ধ্ব বৃদ্ধা ফিরোজা বেগম বলেন, ‘স্বামী অসুস্থ, দীর্ঘদিন বিছানায়। অনেক কষ্টে ৫০ শতাংশ জমিতে ধান চাষ করছিলাম। কিন্তু মণি হাজির ইটভাটার আগুনে সব ধান পুড়ে গেছে। এখন সারা বছর কী খেয়ে থাকব, কেমন করে চলবে সংসার? স্বামীর ওষুধ কেনার টাকা কোথায় পাব?’ ক্ষতিগ্রস্ত কৃষক হানিফ সরকার ও কালু প্রামাণিক বলেন, ‘মণি হাজি কৃষিজমিতে অবৈধভাবে ভাটা স্থাপন করে কৃষকের ক্ষতি করেছেন। গত বছর রাতের অন্ধকারে ভাটার চিমনি খুলে দিয়ে খেতের ধান পুড়িয়ে দিয়েছিলেন। পরে আন্দোলনের মুখে কিছু কৃষককে ক্ষতিপূরণ দিয়েছিলেন। এবারও একই কাজ করেছেন। ধান পুড়ে গেছে, সারা বছর কী দিয়ে আমাদের সংসার চলবে, ছেলেমেয়ের লেখাপড়ার খরচ কীভাবে মেটাব তা নিয়ে চিন্তায় রয়েছি।’ শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ‘ক্ষতিগ্রস্ত কৃষকের অভিযোগ পাওয়ার পর ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। প্রমাণিত হলে ওই ভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ এ বিষয়ে জানতে ইটভাটার মালিক মণি হাজির সঙ্গে যোগাযোগ করা হলেও ফোন রিসিভ করেননি।
শিরোনাম
- টেক্সাসে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যায় ১৩ জনের মৃত্যু
- গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে 'ইতিবাচক' হামাস
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৫ জুলাই)
- খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
- চুয়াডাঙ্গায় ট্যাংকলরি চাপায় ইজিবাইক চালকসহ নিহত ৩
- ভারতের আধিপত্য রুখতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে : আব্দুস সালাম
- হাতিরঝিলে ম্যারাথনে দৌড়ালেন দেশি-বিদেশি ৮০০ প্রতিযোগী
- পুঁজিবাজারের মাঠ খেলার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত: বিএসইসি কমিশনার
- দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতে ৫ দাবি
- চার ওমরাহ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করলো সৌদি আরব
- ‘জুলাই শহিদদের স্বীকৃতিস্বরূপ সনদ প্রদানের বিষয়ে কাজ করছে সরকার’
- ফজরকে আদালতে নেয়া নিয়ে অনিশ্চয়তা, শুরু হয়নি চারজনের রিমান্ড
- মেটিকুলাস ডিজাইনে সমস্যা কোথায়, প্রশ্ন মাহফুজ আলমের
- হাজারীখিল অভয়ারণ্যে ৩৩ অজগর অবমুক্ত
- টাকা মেরে খাওয়ার জন্য আমরা ক্ষমতায় বসিনি: ধর্ম উপদেষ্টা
- ইরান ছেড়েছে জাতিসংঘের পরমাণু পরিদর্শক দল
- ৩ আগস্ট শহীদ মিনারে ইশতেহার ঘোষণা করবে এনসিপি
- খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ
- রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে শিক্ষা সামগ্রী বিতরণ
- ঝড়ের শঙ্কায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
ইটভাটায় নষ্ট ২০০ বিঘার ধান
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর