সিরাজগঞ্জের শাহজাদপুরে ইটভাটার আগুনে ৯৭ কৃষকের ২০০ বিঘা জমির কাঁচা ধান পুড়ে নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার কায়েমপুর ইউনিয়নের স্বরপপুর গ্রামের ঘটনা এটি। এতে প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা কৃষি অফিসের। ক্ষতিগ্রস্ত কৃষক এ ঘটনায় ইউএনও অফিসের সামনে বিক্ষোভ করেছেন। তারা ক্ষতিপূরণ ও ভাটামালিকের শাস্তির দাবিতে লিখিত অভিযোগ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষক জানান, কৃষিজমির মাঝে ‘এজিএন’ নামে একটি ইটভাটা করা হয়েছে। সম্প্রতি রাতে ওই ভাটার চিমনি খুলে দেওয়ায় আগুনে আশপাশের প্রায় ১০০ বিঘা জমির কাঁচা ধান পুড়ে গেছে। কৃষি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ইউএনও অফিসের সামনে বিক্ষোভ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক। তারা ক্ষতিপূরণ ও ভাটামালিকের শাস্তির দাবিতে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। গত বছরও একই কারণে ধান পুড়ে যাওয়ায় ওই ভাটামালিক কিছু কৃষককে ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছিলেন। উপজেলা উপসহকারী কৃষি অফিসার আজিজুল হক বলেন, ‘খবর পেয়ে সরেজমিনে পরিদর্শন করেছি। ভাটার আগুনের প্রভাবে নয়টি স্কিমের প্রায় ১৯৩ বিঘা জমির ২৩১.৬ টন ধান সম্পূর্ণ পুড়ে গেছে। কৃষক এ ঘটনায় দিশাহারা। তাদের প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’ ক্ষতিগ্রস্ত ষাটোর্ধ্ব বৃদ্ধা ফিরোজা বেগম বলেন, ‘স্বামী অসুস্থ, দীর্ঘদিন বিছানায়। অনেক কষ্টে ৫০ শতাংশ জমিতে ধান চাষ করছিলাম। কিন্তু মণি হাজির ইটভাটার আগুনে সব ধান পুড়ে গেছে। এখন সারা বছর কী খেয়ে থাকব, কেমন করে চলবে সংসার? স্বামীর ওষুধ কেনার টাকা কোথায় পাব?’ ক্ষতিগ্রস্ত কৃষক হানিফ সরকার ও কালু প্রামাণিক বলেন, ‘মণি হাজি কৃষিজমিতে অবৈধভাবে ভাটা স্থাপন করে কৃষকের ক্ষতি করেছেন। গত বছর রাতের অন্ধকারে ভাটার চিমনি খুলে দিয়ে খেতের ধান পুড়িয়ে দিয়েছিলেন। পরে আন্দোলনের মুখে কিছু কৃষককে ক্ষতিপূরণ দিয়েছিলেন। এবারও একই কাজ করেছেন। ধান পুড়ে গেছে, সারা বছর কী দিয়ে আমাদের সংসার চলবে, ছেলেমেয়ের লেখাপড়ার খরচ কীভাবে মেটাব তা নিয়ে চিন্তায় রয়েছি।’ শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ‘ক্ষতিগ্রস্ত কৃষকের অভিযোগ পাওয়ার পর ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। প্রমাণিত হলে ওই ভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ এ বিষয়ে জানতে ইটভাটার মালিক মণি হাজির সঙ্গে যোগাযোগ করা হলেও ফোন রিসিভ করেননি।
শিরোনাম
- হায়দরাবাদের কাছে হেরে প্লে-অফ থেকে ছিটকে গেল লখনৌ
- এক হাজার ফিলিস্তিনিকে বিনা খরচে হজের আমন্ত্রণ সৌদির
- বাংলাদেশকে হারিয়ে আরব আমিরাতের ইতিহাস
- বরিশাল সিটির মেয়র ঘোষণার মামলার আপিল করলেন ফয়জুল করিম
- টানা ৫ দিন বজ্রবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- তামিম-হৃদয়ের ব্যাটে বাংলাদেশের রানের পাহাড়
- ঈদুল আজহা উপলক্ষ্যে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করবে বিআরটিসি
- যে কারণে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেই সেঞ্চুরিয়ান ইমন
- নির্বাচন সংক্রান্ত সংস্কারগুলো গুরুত্ব দিচ্ছি: পরিকল্পনা উপদেষ্টা
- এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলায় দুইজনের সাক্ষ্য গ্রহণ
- ৩১ দফা বাস্তবায়ন হলে সব ধর্মের সমান অধিকার নিশ্চিত হবে: মীর হেলাল
- অভিনেতা চঞ্চলের সঙ্গে ছবি : ক্ষমা চাইলেন ইশরাক
- পতিত ফ্যাসিস্ট আসিফদের থামাতে পারে নাই : হাসনাত
- আজকালের মধ্যে ইশরাকের শপথ না হলে বৃহত্তর আন্দোলন করতে হতে পারে : সালাহউদ্দিন
- টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই সেঞ্চুরিয়ান ইমন
- জবিতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব
- এশিয়া কাপ থেকে ভারতের নাম প্রত্যাহারের খবর ভিত্তিহীন : বিসিসিআই
- শ্রমিকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর : উপদেষ্টা
- যুবলীগ নেতার দখল করা ফ্লাট উদ্ধারের দাবি নারীর
- ‘৫৪ বছরে নদীর যে ক্ষতি হয়েছে তা এক দেড় বছরে সমাধান সম্ভব না’