বরিশালের হিজলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের পোনা শিকারের জন্য ফেলা তিনটি বিশাল চাই উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করেছে হিজলা উপজেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড।
সোমবার (১৯ মে) পৃথক দুই অভিযানে নদী থেকে একটি এবং তীর থেকে আরও দুইটি চাই উদ্ধার করা হয়।
হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, কিছু অসাধু জেলে মেঘনায় বিশাল আকারের চাই ফেলে পাঙ্গাস মাছের পোনা শিকার করে বাজারে বিক্রি করে দিচ্ছে, এতে পাঙ্গাস বিলুপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তিনি আরও জানান, এই ধরনের চাই দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
অভিযানে সহায়তা করে কোস্টগার্ডের হিজলা কন্টিনজেন্ট কমান্ডার আবুল কালাম আজাদের নেতৃত্বাধীন একটি দল।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ