আন্তর্জাতিক চা দিবসকে সামনে রেখে বাংলাদেশ ও চীনের মধ্যে চা বাণিজ্য সম্প্রসারণ এবং সহযোগিতা জোরদারের লক্ষ্যে দেশে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে ‘চা প্রদর্শনী ২০২৫’।
মঙ্গলবার সকাল ১০টায় দিনব্যাপী সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ভবনে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধীনস্থ চাইনিজ কর্নার এবং ঢাকাস্থ চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো এ প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। এতে দেশীয় ১৭টি চা বাগান ও আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান, ৩টি চীনা প্রতিষ্ঠান ও ফুড ইঞ্জিনিয়ারিং অ্যাড টি টেকনোলজি বিভাগের ১টি স্টল স্থান পায়। পারস্পারিক তত্ত্ব ও কারিগরী বিষয় গুলো উন্নয়নে সহায়ক, এমনটাই মনে করেন শিক্ষার্থীরা। বাংলাদেশ ও চীনের মধ্যে টি বাণিজ্য সম্প্রসারণের কৌশল বিষয় উঠে আসে সেমিনারে।
চা প্রদর্শনীর আয়োজন কেবল একটি প্রদর্শনী নয়, বরং এটি একটি বৃহৎ সম্ভাবনার মঞ্চ যেখানে দেশি চা শিল্প আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সংযুক্ত হওয়ার ক্ষেত্র সৃষ্টি হবে, প্রত্যাশা জানান সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে ডাইকো নামক কোম্পানি থেকে শিক্ষার্থীরা চা পাতা এবং ধুলো থেকে তৈরি করেছে কাপড়ে ব্যবহারের রঙ। তারাও অংশগ্রহণ করেছে আজকের এই সামিটে। তারা জানায়, এরকম উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার পথ সুগম করবে বলে আশা করি।
অনুষ্ঠানে চীনা প্রতিনিধি ও সিলেটের চা সম্প্রদায়ের পরিবেশনা সাংস্কৃতিক পরিবেশনা মুগ্ধ করে সকলকে।
বিডি-প্রতিদিন/বাজিত