দেশের শীর্ষস্থানীয় এফএমসিজি প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ২০২৫ সালের ফিকি সাসটেইনেবিলিটি গেম চেঞ্জার অ্যাওয়ার্ডে ‘কমিউনিটি ইমপ্যাক্ট’ বিভাগে চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি পেয়েছে। ২০২৪ সালে বাস্তবায়িত উন্নয়নমূলক কমিউনিটি উদ্যোগগুলোর জন্য এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানা গেছে, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, জীবিকা, ক্ষমতায়ন ছাড়াও ইউনিলিভার বাংলাদেশ সংকটকালে মানুষের পাশে দাঁড়িয়েছে। এই স্বীকৃতি সেই প্রচেষ্টাকে তুলে ধরেছে। যা বাংলাদেশের জন্য ইউনিলিভার বাংলাদেশের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির প্রতিফলন।
ইউনিলিভার বাংলাদেশ লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতালের মাধ্যমে জলবায়ু-প্রভাবিত চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে। জনসাধারণের জন্য স্যানিটেশন অবকাঠামো উন্নয়ন, চট্টগ্রামে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় ভ্যালুচেইন সংস্কার এবং জীবিকা ও খুচরা ব্যবসায় সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে।
এর মাধ্যমে ১৩ লাখেরও বেশি ক্ষুদ্র ব্যবসায়ী ও তিন হাজারের বেশি বর্জ্যকর্মীর জীবনমান উন্নত হয়েছে। প্রতিটি উদ্যোগেই উদ্দেশ্য ও অংশীদারিত্ব একত্রে কাজ করছে, যাতে টেকসই ও ফলাফলনির্ভর পরিবর্তন সম্ভব হয়।
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান জানান, ইউনিলিভার বাংলাদেশের প্রতিটি কার্যক্রমে রয়েছে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি। গ্রোথ অ্যাকশন প্ল্যান (জিএপি) ২০৩০–এর নির্দেশনা অনুযায়ী জলবায়ু, প্রকৃতি, প্লাস্টিক ও জীবিকা নিয়ে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে।
প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান এবং করপোরেট অ্যাফেয়ার্স পার্টনারশিপস অ্যান্ড কমিউনিকেশনস ডিরেক্টর শামিমা আক্তার অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন।
চলতি বছর এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫-এ ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ হিসেবে স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ। পাশাপাশি টেকসই উন্নয়ন ও কমিউনিটি উদ্যোগের জন্য আরও ছয়টি পুরস্কার অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
বিডি-প্রতিদিন/এমই