বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একটি দলের পক্ষ হয়ে প্রধান উপদেষ্টাকে মিসগাইড করা হচ্ছে। তিনি বলেন, সংকটটা এখনো পুরোপুরি উত্তরণ হয়নি। কারণ জুলাই জাতীয় সনদের গেজেট প্রকাশিত হয়েছে। আদেশটি রাষ্ট্রপতি জারি করেছেন। আমরা এটিকে ইতিবাচক দেখি। কিন্তু জাতীয় নির্বাচনের আগেই আমরা গণভোট চেয়েছি। এটি না হলে নানানরকম জটিলতা হবে। ভোটাররা সংস্কারের বিষয়টি জানতে পারল না। একই দিনে ভোট হওয়ার কারণে দেশটাকে সংকটের দিকে ঠেলে দেওয়া হয়েছে। গতকাল গোলাম পরওয়ার খুলনার আফিলগেট আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমাবেশ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, ঐকমত্যের ভিত্তিতে বিদ্যমান রাষ্ট্রব্যবস্থার পরিবর্তনে কী কী সংস্কার হতে যাচ্ছে, এটা তো জনগণকে জানাতে হবে। তারা জানবে-বুঝবে কোনটাতে হ্যাঁ বলবে, কোনটাতে না বলবে। এটা তো একই দিন ভোট দিলে হবে না। একই দিনে ভোট হলে সবাই তো মার্কার ভোট নিয়ে ব্যস্ত থাকবে। সংস্কারটা কী হচ্ছে- এটি না বুঝে মাইন্ড সেটআপ না করে কোথায় ভোট দেবে।
গোলাম পরওয়ার বলেন, সংকট দূর করার দায়িত্ব সরকারের। নিয়মতান্ত্রিক আন্দোলনে আমরা আটটি দল বলেছি, গণভোট আগে দিতে হবে। নির্বাচনে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। একটা বিশেষ দলকে খুশি করার জন্য ডিসি এসপি ইউএনওদের নানা পর্যায়ে রদবদল করা হচ্ছে। এখানে সরকার নিরপেক্ষতা রক্ষা করতে পারছেন না। হয়তো কোনো উপদেষ্টা একটা দলের পক্ষ হয়ে প্রধান উপদেষ্টাকে মিসগাইড করছেন। এটা বন্ধ করা দরকার। আমরা এই সরকারের প্রতি আস্থা রেখেছি। সেই আস্থাটা যেন নষ্ট না হয়। এখনো সময় আছে তফসিল ঘোষণার আগে সরকারকে নিরপেক্ষভাবে সব দলের ক্ষেত্রে সমতা রাখতে হবে।
তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড, ফ্যাসিস্টদের বিচার, নিরপেক্ষ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিভাগীয় শহরগুলোতে সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। এসব দাবির আংশিক পূরণ হয়েছে। ফলে ঘোষিত কর্মসূচি অব্যাহত থাকবে।