প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মনির হায়দার বলেছেন, ‘ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ফারাক্কা বাঁধ ভেঙে ফেলা যাবে না। ফারাক্কা বাঁধের পানি নিয়ে ভারতকে বাধ্য করাও সম্ভব নয়। ভারতের ফারাক্কা বাঁধের ক্ষতি পুষিয়ে নিতে রাজবাড়ীর পাংশায় পদ্মা ব্যারাজ প্রয়োজন।’ গতকাল দুপুরে ‘পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি’ আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন। রাজবাড়ী কনভেনশন সেন্টারে জেলা শাখা আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সালাম তাসির। বক্তব্য দেন রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ, পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু ওহাব মো. হাফীজুল হক, সাবকে রাষ্ট্রদূত খোন্দকার আবদুস সাত্তার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ মোহসীন, কমিটির উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) এস এম মতিউর রহমান, কমিটির প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর হোসেন জালাল, সাংবাদিক মেহেদী হাসান পলাশ প্রমুখ।