তিন ভাগে বিভক্ত হওয়া জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) একত্র করার লক্ষ্যে সক্রিয় ও জাসদের সাবেক নেতা-কর্মীদের সমন্বয়ে ‘জাসদ ঐক্য বাস্তবায়ন মঞ্চ’-এর আত্মপ্রকাশ হয়েছে।
গতকাল জাতীয় প্রেস ক্লাবের জহুর আহমেদ চৌধুরী হলে ‘আমাদের লক্ষ্য জাসদের ঐক্য’ অনুষ্ঠানে কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক জাসদ নেতা ডা. মাহফুজুর রহমানকে। সদস্যসচিব মনোনীত হয়েছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের ভাতিজি ব্যারিস্টার ফারাহ খান। আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন জেএসডি, হাসানুল হক ইনুর জাসদ ও শরীফ নুরুল আম্বিয়ার বাংলাদেশ জাসদের সমন্বয়ে মোট ৪৭ সদস্যের কমিটির নাম ঘোষণা করা হয়।