জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় রাজনৈতিক ঐকমত্যের আহ্বান জানিয়ে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, সনদ নিয়ে আমরা যদি ঐকমত্যের ভিত্তিতে সমঝোতা বা সমাধানে না আসি তাহলে আরেকটি অভ্যুত্থান অনিবার্য। আবার গণ অভ্যুত্থান হলে দেশ ছেড়ে পালাতে বড় বড় ৬ থেকে ৭টি হেলিকপ্টার লাগবে।
গতকাল জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের মধ্যাহ্ন বিরতিতে এবি পার্টির চেয়ারম্যান এই মন্তব্য করেন।