বিএনপির কেন্দ্রীয় নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ৩১ দফার ভিত্তিতে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা হবে। তিনি বলেন, বিএনপি সব ধর্মের সম্প্রীতিতে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার ভিতর হিন্দু-মুসলমান-খ্রিস্টান কারও মধ্যে কোনো বিভেদ-বৈষম্য থাকবে না। গতকাল নাটোর সদর উপজেলার ভাটোদ্বারা রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে লীলাকীর্তন অনুষ্ঠানে এ কথা বলেন।
পরিদর্শন শেষে দুলু এসব কথা বলেন। মন্দির কমিটির সভাপতি বিপ্লব কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য নাসিম উদ্দিন নাসিম, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।
পরে বিকালে সোনাপাতিল বালিকা উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনি সভায় বিএনপি নেতা মকছেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু।