বিশ্বের বিভিন্ন দেশের স্বনামখ্যাত প্রতিনিধিদের নিয়ে ভূ-রাজনীতি বিষয়ক আন্তর্জাতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি)’ ২০২৫ শুরু হচ্ছে আজ। সংলাপ উদ্বোধন করবেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। এবারের সংলাপে অতিথির তালিকায় আছেন সাবেক রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, কূটনীতিক, সামরিক বিশেষজ্ঞ, গবেষক, ব্যবসায়ী, সাংবাদিক এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। এতে অংশ নিচ্ছেন বিশ্বের ৮৫টি দেশের ২০০ জন আলোচক, ৩০০ জন ডেলিগেট। গতকাল এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজক সংগঠন ‘সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)’-এর প্রেসিডেন্ট জিল্লুর রহমান। ‘প্রতিদ্বন্দ্বিতা, ভাঙন ও পুনর্গঠন’ স্লোগানে রাজধানীর সোনারগাঁও হোটেলে চতুর্থবারের মতো এ সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরও জানান, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ভূ-রাজনৈতিক সম্মেলন হিসেবে বিওবিসি ইতোমধ্যে নিজেকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক কূটনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
সিজিএসের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী বলেন, বে অব বেঙ্গল অঞ্চলটি বিশ্বের দ্রুততম বর্ধনশীল জনসংখ্যা এবং অর্থনৈতিক গতিশীলতার কেন্দ্র। এই অভিজ্ঞতা বিনিময়ের জন্য সবাইকে এক মঞ্চে তুলে ধরছে বিওবিসি।