বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ভূমিকম্প থেকে জনগণকে রক্ষায় সরকারের এখনই জরুরি ভিত্তিতে করণীয় ঠিক করা উচিত। এখন থেকে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে অর্থাৎ সরকারে যারাই আছেন (অন্তর্র্বর্তী সরকার) যদি জরুরি ভিত্তিতে পদক্ষেপ না নেন, তাহলে পুরান ঢাকার যে বিল্ডিংগুলোর কথা মনে মনে চিন্তা করেন। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক আলোচনা সভায় ডা. জাহিদ এ মন্তব্য করেন। তিনি বলেন, সরকারকে এবং সেই সঙ্গে সচেতন সব মানুষকে এখনই সচেতন হওয়ার অনুরোধ জানাব।
জিওলজিক্যাল সার্ভে এবং যারা বিল্ডিংয়ের ডিজাইন অ্যান্ড পানিং করেন সবকিছু মিলিয়ে আমার মনে হয়, দিস ইজ রাইট টাইম। আর বেশি দেরি করলে বড় ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে, তার থেকে যাতে কম ক্ষয়ক্ষতি কীভাবে করা যায় সেই উদ্যোগ নেওয়া উচিত বলেও যোগ করেন তিনি।
তিনি বলেন, আপনারা জানেন, জলবায়ু পরিবর্তন নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে ব্রাজিলে এবং সারা পৃথিবীর যারা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী যেসব উন্নত দেশ তাদের সাড়া ঠিক ততটুকু নেই। যার জন্য ইদানীং দেখবেন বাংলাদেশে কখনো দেখা যাচ্ছে শীত খুব লম্বা হচ্ছে, কখনো গরম বেশি, কখনো কখনো আমাদের নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে যাচ্ছে।