যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খুলনা নৌ অঞ্চলে সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপিত হয়। গতকাল এ উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা, দেশে সুখ সমৃদ্ধি ও সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এর আগে খুলনা নৌ অঞ্চল মুক্তিযুদ্ধের শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও শহীদ বীরবিক্রম মহিবুল্লার মাজারে গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণ করেন।
এ ছাড়া খুলনা বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে বানৌজা বিষখালী সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। এ সময় বিপুলসংখ্যক নানা বয়সি মানুষ নৌবাহিনী জাহাজ ঘুরে দেখেন। এ সময় বানৌজা বিষখালী অধিনায়ক লে. কমান্ডার আফজালুল আলম ফরিদ জাহাজের বিশদ বিবরণ তুলে ধরেন। নৌবাহিনী সব জাহাজ ও ঘাঁটিসমূহে মুক্তিযুদ্ধের সদস্য বাহিনীর অবদানের ওপর নির্মিত বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শন ও নৌবাহিনীর স্কুল কলেজে সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।