বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আকাশপথের যাত্রী এবং ট্রাভেল এজেন্সির মালিকদের চারটি নির্দেশনা দিয়েছে। নির্দেশনাগুলো হলো- এয়ার টিকিটের গায়ে বিক্রয়মূল্য উল্লেখ করা; টিকিটের গায়ে ট্রাভেল এজেন্সির নাম, লাইসেন্স নম্বর এবং বিক্রয়মূল্য স্পষ্ট ভাষায় লিখা; যাত্রীদেরও টিকিটের মূল্য এবং ট্রাভেল এজেন্সির নাম যথাযথ রয়েছে কি না বুঝে নেওয়া এবং অনিবন্ধিত এজেন্সির কাছ থেকে টিকিট ক্রয় না করা।
কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বা সিন্ডিকেটের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে ওই ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিলসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।