বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মর্যাদা রক্ষা ও জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে ‘ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক-ছাত্র কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠানের মাধ্যমে এ প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। জুলাই বিপ্লবে শহীদ শিক্ষার্থী ওসমানের বাবা আবদুর রহমান প্ল্যাটফর্মটির উদ্বোধন করেন। ঢাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাসকে আহ্বায়ক করে ৫৩ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়। সদস্য সচিব হিসেবে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসেন এবং কোষাধ্যক্ষ ঢাবির ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন। কমিটিতে সাতজন যুগ্ম আহ্বায়ক, পাঁচজন যুগ্ম সদস্য সচিব এবং ৩৮ জন সদস্য রয়েছেন। ‘জ্ঞান, বিশ্বাস, আত্মমর্যাদা ও স্বাধীনতা’ এ প্রতিপাদ্যে রাজনৈতিক আনুগত্যের সংস্কৃতি থেকে মুক্ত হয়ে শিক্ষা, গবেষণা, আত্মমর্যাদা, চিন্তার স্বাধীনতা ও জাতীয় দায়িত্ববোধকে এগিয়ে নেওয়াই এই সংগঠনটির অন্যতম উদ্দেশ্য বলে জানান নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহউপাচার্য, কোষাধ্যক্ষ, জ্যেষ্ঠ অধ্যাপক, অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষাবিদ এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।