ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক শামীম আহমদ (৬৮) আর নেই। গতকাল সকালে ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মা, চার ভাই, তিন বোন এবং আত্মীয়স্বজন রেখে গেছেন। বাদ আসর খিলগাঁও চৌধুরীপাড়া মাটির মসজিদে নামাজে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। সাংবাদিক শামীম আহমদ কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) সাবেক সভাপতি। তিনি বার্তা সংস্থা ইউএনবিতে প্রধান প্রতিবেদক ও সিটি এডিটর হিসেবে কাজ করেছেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার হিসেবেও দায়িত্ব পালন করেন।
শামীম আহমদের মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন গভীর শোক প্রকাশ করেছেন।