আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যুক্তরাষ্ট্রের সদস্যপদ স্থগিত ঘোষণা করেছে। সদস্য দেশ হওয়া সত্বেও বারবার নীতি ভঙ্গ করায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে আইসিসি।
এক বছরের বেশি সময় ধরে চলা পর্যালোচনা ও বিভিন্ন অংশীদারের সঙ্গে আলোচনার ভিত্তিতেই আইসিসি বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে। বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ক্রিকেট কার্যকর শাসন কাঠামো গড়ে তুলতে ব্যর্থ হয়েছে, মার্কিন অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটির (ইউএসওপিসি) কাছে জাতীয় নিয়ন্ত্রক সংস্থা হিসেবে স্বীকৃতি পায়নি, এবং ক্রিকেটের ভাবমূর্তির ক্ষতি হয় বারবার এমন কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে—এসবকেই মূল কারণ হিসেবে উল্লেখ করেছে আইসিসি।
তবে, সদস্যপদ স্থগিত হলেও যুক্তরাষ্ট্রের জাতীয় দলের (পুরুষ ও নারী) আইসিসির টুর্নামেন্টে খেলার যোগ্য থাকছে, যার মধ্যে রয়েছে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের প্রস্তুতিও। খেলার ধারাবাহিকতা বজায় রাখতে আইসিসি ও তাদের নিযুক্ত প্রতিনিধিরা আপাতত যুক্তরাষ্ট্রের জাতীয় দলগুলোর পরিচালনার দায়িত্ব নেবে। এর মধ্যে থাকবে হাই-পারফরম্যান্স কর্মসূচি ও খেলোয়াড় উন্নয়নের দিকগুলো।
আইসিসির তত্ত্বাবধানে একটি 'নরমালাইজেশন কমিটি' গঠন করা হবে, যারা যুক্তরাষ্ট্র ক্রিকেটকে পুনরায় সদস্যপদ ফিরিয়ে দেওয়ার জন্য কী কী সংস্কার প্রয়োজন তা নির্ধারণ করবে। এর মধ্যে শাসন, কার্যক্রম এবং কাঠামোগত পরিবর্তন অন্তর্ভুক্ত থাকবে। কমিটি এই পরিবর্তনগুলো পর্যবেক্ষণ ও সহায়তাও করবে।
সূত্র : বিবিসি।
বিডি-প্রতিদিন/শআ