গাজার উদ্দেশে যাত্রা করা মানবিক সাহায্যবাহী নৌযান বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র কাছাকাছি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং আকাশে ইসরায়েলি ড্রোন উড়তে দেখা গেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। তবে এতে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
টিউনিসিয়া, গ্রিসসহ বিভিন্ন দেশ থেকে যাত্রা শুরু করা এই বহরের বেশিরভাগ জাহাজ বর্তমানে গ্রিসের ক্রেট দ্বীপের দক্ষিণ-পশ্চিম দিয়ে একসাথে অগ্রসর হচ্ছে। লাইভ ট্র্যাকারের তথ্য অনুযায়ী, ফ্লোটিলার নৌযানগুলো পূর্ব ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গাজার উদ্দেশে এগোচ্ছে।
এদিকে, যাত্রী ও সংগঠকদের বরাতে জানা গেছে, জাহাজগুলো মেরিন ভেরি হাই ফ্রিকোয়েন্সি রেডিওতে জ্যামিংয়ের সম্মুখীন হয়েছে। তারা অভিযোগ করেছেন, ইসরায়েল তাদেরকে ‘মানসিকভাবে দুর্বল’ করতে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করছে।
‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র স্বেচ্ছাসেবীরা এক বিবৃতিতে জানিয়েছেন, গাজার জনগণের ওপর খাদ্যাভাব ও গণহত্যার যন্ত্রণাকে দীর্ঘায়িত করার জন্য ইসরায়েল এবং তার সহযোগীরা যে সমস্ত সীমা অতিক্রম করছে, তা অত্যন্ত নিকৃষ্ট।
তারা আরও জানান, আকাশে ইসরায়েলি ড্রোন শুধু একবার নয়, একাধিকবার দেখা গেছে। ফ্লোটিলার মূল লক্ষ্য হলো গাজার ওপর চলমান ইসরায়েলি অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।
উল্লেখ্য, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বর্তমানে বিশ্বজুড়ে নজর কাড়ছে, কারণ এটি গাজার নিরীহ মানুষের জন্য মানবিক সহায়তা পৌঁছানোর এক সাহসী প্রয়াস হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্র: আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/শআ